Friday, October 24, 2008

ট্রাম কোম্পানির সমালোচনা করেছিলেন রবীন্দ্রনাথ



“যার আরম্ভ আছে তার শেষও আছে ন্যায়শাস্ত্রে এই কথাই বলে, কিন্তু ট্র্যামওয়ালাদের অন্যায় শাস্ত্রে মেরামতের আর শেষ দেখি না।” ১৩২৪ বঙ্গাব্দে কর্তার ইচ্ছায় কর্ম প্রবন্ধে লিখছেন স্বয়ং রবীন্দ্রনাথ। হয়ত একটি সংস্থায় অকর্মন্যতায় বিরক্ত হয়ে নয়, কলকাতার ব্ল্যাকটাউনে নেটিভদের প্রতি রাজসরকারে বঞ্চনায় ক্ষুব্ধ হয়ে; যার সঙ্গে ইন্ধন জুগিয়েছিল ভারতবাসীর আত্মসমর্পণের মনোভাব। কারণ এই কথাগুলির অব্যবহিত পরেই দেখি কবির তীব্র শ্লেষ, “একই শহর, একই ম্যুনিসিপ্যালিটি, কেবল তফাতটা এই, আমাদের সয় ওদের সয় না। যদি চৌরঙ্গি রাস্তার পনেরো আনার হিসসা ট্র্যামেরই থাকিত, এবং রাস্তা উৎখাত করিয়া লাইন মেরামত এমন সুমধুর গজগমনে চলিত আজ তবে ট্র্যাম কোম্পানির দিনে আহার রাত্রে নিদ্রা থাকিত না।... যা হইতেছে তার চেয়েও ভালো হইতে পারে এই ভরসা ভালোমানুষদের নাই বলিয়াই অহরহ চক্ষের জলে তাহাদের বক্ষ ভাসে এবং তাদের পথঘাটেরও প্রায় সেই দশা। এমনি করিয়া দুঃখকে আমরা সর্বাঙ্গে মাখি এবং ভাঙা পিপের আলকাতরার মতো সেটাকে দেশের চারিদিকে গড়াইয়া ছড়াইয়া পড়িতে দিই।”

কলকাতায় ট্রাম চালু হয় ১৮৭৩ সালে। রবীন্দ্রনাথ তখন কিশোর। বিদ্যাসাগর বৃদ্ধ। মানুষের মনে মহাবিদ্রোহের স্মৃতি তখনও জাগরুক। যদিও সংঘবদ্ধভাবে ব্রিটিশ বিরোধিতার ধারণা তখনও দানা বাঁধেনি। সাত বছর পরে ১৮৮০ সালে স্থাপিত হয় ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি; কলকাতায় নয়, সাত সমুদ্র তেরো নদীর পারে লন্ডন শহরে। আবার ১৯২০ সালে ট্রাম কোম্পানিতে ট্রেড ইউনিয়ন আন্দোলন শুরু হলে তার সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্বামী বিবেকানন্দের ছোটো ভাই ভূপেন্দ্রনাথ দত্ত। ১৯৫১ সালে ট্রামকোম্পানি পশ্চিমবঙ্গ সরকারের দখলে আসে। ১৯৯৪ সালে চালু হয় কোম্পানির বাস পরিষেবা। ২০০৬-০৭ নাগাদ শুরু হল দ্রুত গতির ট্রাম পরিবহণের উপযোগী কংক্রিটের ট্র্যাক নির্মাণের কাজ। ইতিহাসের কি অনুবর্তনপ্রিয়তা! এবারেও দেখলাম, কাজ চলছে সেই বর্ষাকালেই; যে বর্ষাকালে মানুষের অশেষ দুর্ভোগ সৃষ্টি করে ট্রামরাস্তা মেরামত করায় বিরক্ত রবীন্দ্রনাথ তুলোধোনা করেছিলেন ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানিকে!



ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানির সম্পর্কে বিস্তারিত জানতে চান? জানতে চান এই সংস্থার সম্পূর্ণ ইতিহাস? বর্তমান কলকাতার ট্রাম পরিবহণের হাল-হকিকত? দেখতে চান সেকাল ও একালের ট্রামের ছবি? চলে আসুন উইকিপিডিয়া বাংলার ‘ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি’ শীর্ষক আর্টিকলে। লগ অন করুন bn.wikipedia.org-তে এবং অনুসন্ধান বক্সে টাইপ করুন ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি।

অথবা সোজা চলে আসুন এই লিঙ্কে - http://bn.wikipedia.org/wiki/%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE_%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9C_%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF